রুবেল মিয়া, মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুর থেকে চুরি যাওয়া পিকআপ বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন। চোরাই গাড়ী বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৪সদস্য কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার সহর আলীর ছেলে কফিল উদ্দিন(৪০) একই উপজেলার মুলাইদ গ্রামের ইসতম আলীর ছেলে মকবুল হোসেন (৩৫) ভেটিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া(২৩) একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আশিক মিয়া (১৯)
মামলার সূত্রে জানা গেছে, ২৫জুন রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাধবপুর সদরে চৌধুরী ফার্নিসারের একটি মিনি ট্রাক চুরি হয়।
গাড়ি চুরির ঘটনায় চৌধুরী ফার্নিসারের মালিক ইউপি সদস্য আফজল চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করে। এর পর পুলিশ গাড়ি উদ্ধার তৎপর হয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে “একলা আকাশ দ্রুব তারা” নামে একটি সাইডে পিকআপ’র ছবিসহ ১লক্ষ ৬০ হাজার টাকা মূল্যে বিক্রির বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিটি গাড়ীর মালিক আফজাল চৌধুরীর নজরে আসলে সন্দেহ হয়।
কৌশলে পুলিশসহ গাড়ির মালিককে ক্রেতা সাজিয়ে দর দাম করতে থাকে। গাড়ি মালিক গাড়িটি সনাক্ত করে। এর পরই মাধবপুর থানা এস আই সাইদুল ইসলাম শ্রীপুর থানা পুলিশের সহায়তার বুধবার ভোর রাতে চোরাই মিনি ট্রাক টি উদ্ধার করে। বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে গাড়ি চোরচক্রের চার সদস্য কে গ্রেফতার করে উদ্ধার গাড়ি সহ মাধবপুর থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন প্রাথমিক ভাবে জানাগেছে, ধৃতরা সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। এরা দেশের বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে গাড়ি চুরি করে । ধৃতদের এ মামলায় বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে ও রিমান্ড চাওয়া হবে।জিজ্ঞাসাবাদে তথ্য জানা যাবে।