আলমগীর কবির, মাধবপুর থেকে :
মাধবপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঈদের পর থেকে উপজেলায় এ পর্যন্ত ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
বুধবার (২৬ জুলাই) পর্যন্ত উপজেলায় ২০ জন চিকিৎসা গ্রহণ করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে তিনজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
বাকীরা নিজ বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আক্রান্তদের সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন মাধবপুর স্বাস্থ্য বিভাগ।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা তারেকুজ্জামান জানান, মাধবপুর উপজেলায় বুধবার পর্যন্ত মোট ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কেউ মারা যাননি।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, সারা দেশের ন্যায় মাধবপুরে ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। উপজেলায় এ পর্যন্ত ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর, এর থেকে সুস্থ হতে এন্টিবায়োটিক সেবনের কোনো প্রয়োজন নেই।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু শনাক্ত এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
তাই ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও মশার বংশবিস্তাররোধ করা প্রয়োজন। পরিত্যক্ত পাত্র, ফুলের টব বা ডাবের খোসায় জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। এ কারণে অযথা কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে।
মাধবপুর নিবার্হী অফিসার মনজুর আহসান জানান, আজকে আমাদের উপজেলার আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিলো এখানে পৌরসভার মেয়র সহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে।