স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির তঁার একমাত্র ছেলে মোঃ ইফাত জামিলের ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন।
রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সংসদ সদস্য।
এমপি আবু জাহির ও তঁার সহধর্মিনী আলেয়া আক্তার ২৫ জুলাই সেখানে দ্য অনারেবল সোসাইটি অব লিনকন’স ইন এর আয়োজনে একমাত্র পুত্র সন্তান ব্যারিস্টার মোঃ ইফাত জামিলের ‘কল টু দ্য বার’ অর্থাৎ ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠান এবং ডিনার পার্টিতে যোগ দিবেন।
এদিকে, সংসদ সদস্যের যুক্তরাজ্য যাওয়া উপলক্ষে ২৬ জুলাই লন্ডন, ৩০ জুলাই লেস্টার, ৩১ জুলাই মানচেস্টার এবং বার্মিংহাম সিটিতে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে ৪টি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
পৃথক দিনের এ অনুষ্ঠানগুলোতে যোগদান শেষে আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অবস্থানরত এমপি আবু জাহির এর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারসহ তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।