সৌদিআরব প্রতিনিধি : রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবের কাসিম অঞ্চলে অন্তত ৪,০৯৪ জন অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
কাসিম অঞ্চলের পুলিশের মুখপাত্র মেজর বদর আল সুহাইবানি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকে বসবাস এবং কাজের নিয়ম-কানুন ভঙ্গ করেছে।
বুরাইদা এলাকার শ্রম দপ্তরের সঙ্গে সমন্বিত অভিযান চালায় পুলিশ। এর আগের মাসেও এ অঞ্চল থেকে বহুসংখ্যক অবৈধ শ্রমিককে গ্রেপ্তার কর হয়।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, মল এবং শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অবৈধ শ্রমিকরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য নির্ধারিত এলাকার চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে অভিযান চালায় পুলিশ।
তদন্তের পর প্রত্যেকের অপরাধ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের জেল-জরিমানার পর দেশে ফেরত পাঠানো হবে বলে জানান মেজর সুহাইবানি।
সৌদি আরব মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বহু বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে রয়েছেন যাদের পাসপোর্ট ও ভিসার বৈধতা নেই। তবে এ অভিযানে ঠিক কতজন বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।