সৈয়দ শাহান শাহ পীর :
আজ ২০ জুলাই।পহেলা মহররম শুভনববর্ষ ১৪৪৫ হিজরি।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সঃ এর হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভসূচনা হয়। তাই বিশ্বের মুসলমানদের হিজরি নববর্ষ সর্বাধিক গুরুত্বপূর্ণ। মহররম অর্থ মর্যাদাপূর্ণ।
মহররম সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনায় মাসের সংখ্যা ১২টি। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয়কেতন উড্ডীনে হিজরি সনের গুরুত্ব-তাৎপর্য অত্যাধিক।
উল্লেখ্য, আগামী ২৯ জুলাই মহাপবিত্র ১০ই মহররম আশুরা।