বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাবুল কুমার দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম হাসান মেহেদী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, এসআই সমীরন চন্দ্র দাশ, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় দেব, সাংবাদিক এম সাজিদুর রহমান, মনিরুল ইসলাম শামিম, স্যানিটারী ইন্সপেক্টর আনোয়ার হোসাইন প্রমুখ।