আকিকুর রহমান রুমন:-
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের বদলিজনিত ও নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইনের যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (১৮ জুলাই)বানিয়াচং থানা প্রাঙ্গনে রাত ১০ টায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
বানিয়াচং থানার ওসি (তদন্ত)আবু হানিফের সঞ্চালনায় ও সভাপতিত্বে বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব,নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান এরশাদ আলী,ইন্সপেক্টর নূরে আহমদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল,এস আই জসিম উদ্দিন, এস আই হারুন অর রশিদ,এস আই শামসুল আরেফিন,এ এস আই হারুন রশিদ,কনস্টেবল মহিতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকিকুর রহমান রুমন,লিলু আহমেদ, ইউপি সদস্য সৈয়দ নূরুল হুদা,সুমন আখঞ্জী,যুবলীগ নেতা কাওসার হোসেন, কৃষকলীগ নেতা কাওসার আহমেদ প্রমুখ ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি পলাশ রঞ্জন দে বলেন,বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব একজন চৌকস অফিসার ছিলেন।
তার নেতৃত্বে অত্র থানা এলাকায় মাদক, চুরি,জুয়া ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নির্মূল করা হয়েছে। আমি তার সফলতা কামনা করছি।
সংবর্ধনা সভায় অপরাপর বক্তারাও বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের ভূয়সী প্রশংসা করে সফলতা কামনা করেন।