মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকার গহীন পাহাড় থেকে নিখুঁজের চার দিন পর বাবুল মিয়া(৪৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়,গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া(৪৬) পার্শবর্তী নোয়াপাড়া পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়।কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি।পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়রি করেন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড় এলাকায় বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলীত লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গ এ প্রেরন করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান অর্ধগলীত লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।