মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুজিত কর (৩৬) নামে ব্যবসায়ী নিহত ও মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে মনতলা চৌমুহনী সড়কের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহত সুজিত উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ভূবেশ্বর করের ছেলে ও মনতলা বাজারের ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী। স্বজনরা জানান সুজিত করের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল জনৈক অতিথি ভূলকরে একটি মোবাইল চার্জার রেখে যায়। চার্জারটি দ্রুত মনতলা রেলষ্টশনে পৌঁছে দিতে সুজিত মোটর সাইকেল যোগে রওয়ানা দেন।
বিয়েতে আসা অপর অতিথি মনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে একই সঙ্গে ফিরছিলেন।পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে সুজিত গুরুত্বর আহত হন।আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আহত শিক্ষক বিল্লাল হোসেন চিকিৎসাধীন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন মৃত্যুর খবর শুনেছি কিন্তু এখনও আনুষ্ঠানিক বার্তা পাইনি ।