বিনোদন ডেস্ক : ‘গেরিলা’ ছবিতে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিলো ফেরদৌস-জয়াকে। সেই ধারাবাহিকতায় এবার ছোটপর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় এই জুটি। তবে পার্থক্য এতটুকুই বড়পর্দায় অভিনয় করলেও, ছোটপর্দা নাচতে দেখা যাবে তাদের।
২৮ জুন বিটিভির থিয়েটার অডিটরিয়ামে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের জন্য একটি মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। আর এতেই প্রথমবারের মতো একসঙ্গে পারর্ফম করেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী জয়া।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘জয়ার সঙ্গে অভিনয় করলেও, এবারই প্রথম নাচলাম। তাও আবার আমাদের দুজনের অভিনীত চলচ্চিত্র থেকে নির্বাচিত তিনটি গানের সঙ্গে।’
উল্লেখ্য, ফেরদৌস-জয়ার অংশগ্রহণের মিউজিক ভিডিওটিতে দিয়েছেন কৌশিক হোসেন তাপস। মাহফুজা আক্তারে প্রযোজনা ও আবেদ খানের উপস্থাপনায় ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি ঈদের দিন রাতে বিটিভিতে প্রজার হবে।