স্টাফ রিপোর্টারঃ
মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ সেবায় অনন্য ভূমিকা রাখায় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের জেলা ও উপজেলা পর্যায়ের গ্রেড ১০-২০ ভুক্ত কর্মচারী হিসেবে দ্বিমুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীমুল হক শামীম শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
গত ১৩ জুলাই তার হাতে এই এই পুরস্কার তুলে দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খাঁন। এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মুহাম্মদ কাজী মুজিবুর রহমান, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট একটি সার্টিফিকেট এবং তার মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, কাজের স্বীকৃতি সবাই আশা করে। এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরও বেশি উৎসাহ করে তুলবে। আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।