আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ী নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গেদন মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ী নামক স্থানে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজি সামনে থাকা মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনায় পতিত হয়। এসময় সিএনজিটি যাত্রী নিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এর চালকসহ সকল যাত্রী গুরুতর আহত হন।
পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করলে সেখানে আহত যাত্রী গেদন মিয়া মারা যান। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও বিকেলের দিকে তার স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখতে পেয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন।