রুবেল,মাধবপুর থেকে :
রাস্তা না,এ যেন মরণ ফাঁদ। একটু বৃষ্টি হলেই ঘটে সড়ক দূর্ঘটনা। হবিগঞ্জের মাধবপুরে মর্ডান কোচ এবং মাইক্রোবাসের মূখোমূখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ড্রাইভার সহ ৫ জন আহত।
বুধবার (১২’ই জুলাই) মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা একজন যাত্রী এবং স্থানীয় লোকদের কাছ থেকে যানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডান নামক বাস এর সাথে মাধবপুর বাজার গামী মাইক্রোবাসের মূখোমূখি সংঘর্ষ ঘটে।
মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে পিছনে ফেলে সামনে যাওয়ার কালে অপর লাইনে থাকা মর্ডান বাসটি আঘাত করে। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়। মাইক্রোবাসটির সামনের দিখে অতিরিক্ত আঘাতের কারণে ড্রাইভার ভিতরে আটকে যায় পরে ফায়ার সার্বিসের টিম এসে তাকে উদ্ধার করে।
স্থানীয়রা বলেন,আগে আমাদের এখানে তেমন দূর্ঘটনা ঘটতো না, যখন থেকে রাস্তার নতুন কাজ করা হয়েছে তখন থেকে বেশি দূর্ঘটনা ঘটছে। গত এক মাসে প্রায় ১শ টি ঘটনা ঘটে।
দূর্ঘটনায় থাকা একজন চালক বলেন, আগের রাস্তাটি অনেক ভালো ছিলো, বৃষ্টি হলেও তেমন সমস্যা হতো না, যখন নতুন কাজ করেছেন রাস্তায় অতিরিক্ত বিটুমিন(পিজ) দিয়ে দেওয়ায় রোদ্রের তাপে গলে গিয়ে রাস্তায় মিশে গেছে। এখন একটু বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়। চলন্ত অবস্থা হঠাৎ ব্রেক করতে গেলেই ব্রেকে কাজ করে না, এখানে ব্রেক করলে ঘষতে ঘষতে ৫ থেকে ১০ হাত দুরে চলে যায়। কোনো কোনো সময় নিয়ন্ত্রণ হরিয়ে অন্য গাড়িতে ধাক্কা লাগে বা রাস্তার নিচে খাদে চলে যায়।