নিজস্ব প্রতিবেদক :
মাধবপুর উপজেলার বেজুড়ায় ২ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সকালে সহকারী পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। জব্দকৃত গাঁজার দাম ৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত কামাল মধ্য বেজুড়া গ্রামের গুণি মিয়ার পুত্র। এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।