বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দরজার তালা ভেঙে নগদ টাকা সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ৩ জুলাই দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ফাঁড়ির দেয়াল ঘেঁষা জসিম এন্টারপ্রাইজ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিম উদ্দিন জানান, তিনি প্রতিদিনের মত সোমবার রাত ৯টার দিকে দোকান তালা দিয়ে বাড়ি চলে যান। মঙ্গলবার সকাল ৮ টার দিকে দোকান খোলতে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র নেই।
তিনি জানান,একটি চা-কফির মেশিন, প্রায় ৭০ লিটার ডিজেল ও এক মন চা পাতা সহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
এ ব্যাপারে জসিম উদ্দিন বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন বলেন , দোকানে চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।