বাহুবল প্রতিনিধি :
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা বিরাজ করছে। সিএন্ডবি থেকে বিহারীপুর প্রাইমারি স্কুল পর্যন্ত অর্ধকিলোমিটার সড়ক পাকা হলেও বাকি অংশ এখনও কাচা। ফলে গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষাকালে হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী।
এ সড়কটি সিএন্ডবি হতে বিহারীপুর-গোলগাও হয়ে সংযোগ হয়েছে বাহুবল সদরে। এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কাদামাটি আর গর্তের কারণে ছোট যানবাহন ছাড়াও পায়ে হেটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সহ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন।
সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টি বাদলের কারণে সড়ক কাদামাটিতে ভরে গেছে। ভাল পোশাক পড়ে এ সড়ক দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে ওঠেছে।
ভুক্তভোগী স্থনীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাটের বিরাজমান এ সমস্যার বিষয়ে ওয়ার্ড মেম্বার ইদ্রিছ আলীকে অবগত করলেও তিনি কর্ণপাত করছেন না। এমনকি তুচ্ছতাচ্ছিল্য করে ভুক্তভোগীদের সাথে রুঢ আচরণ করেন। এতে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মেম্বার ইদ্রিছ আলীকে ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।