শাহ্ মোস্তফা কামাল,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে জগন্নাথপুর গ্রামে প্রতি পক্ষের হামলায় পত্রিকা বিক্রেতা ছত্তর মিয়া তার মা,ভাই, কলেজ পড়ুয়া বোন আহত হয়েছে। গুরুতর আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি কৃতরা হল মা মিনারা খাতুন (৪০) মেয়ে শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজের এইচ এস সি ২য় বর্ষে ছাত্রী শাহেনা খাতুন (১৮), রতন মিয়া (১৪) ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল অনুমান ১১টার দিকে।
জানা যায় যে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ছালেক মিয়া,আব্দুল আজিজ, ফাহাদ মিয়া তাদের কে দেশিও অশ্র দিয়ে হামলা ও মারধর করে গুরুতর আহত করে।
এসময় তাদের সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে আহত অবস্থা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যপারে পত্রিকা বিক্রেতা ছত্তর মিয়া বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ৩ জন কে আসামি করে অভিযোগ দায়ের করেন।
মামলার আয়ো এস আই রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।