এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউএনও সিদ্ধার্থ ভৌমিক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানাসহ সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী গণ।
জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ শুদ্ধাচার পুরস্কার লাভ করায় চুনারুঘাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত জনপ্রতিনিধিসহ কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সুস্থতা ও সফলতা কামনা সহ কর্ম দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।