নিজস্ব প্রতিনিধি :
চুনারুঘাটে টিউবওয়েল চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে।শনিবার(২৭ জুন) দিবাগত রাত পৌণে ১১টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ হারুনুর রশিদের টিউবওয়েল চুরির চেষ্টা চালায় চোর চক্রের সদস্যরা।
এ ব্যাপারে শেখ হারুন বলেন,ওই সময় চোরেরা তাঁর ঘরের পিছনের একটি টিউবওয়েল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে শোরচিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।এর আগেও ওই এলাকায় অনেক টিউবওয়েল চুরি হয়েছে বলে জানান তিনি।স্থানীয়রা বলেন,আজ টিউবওয়েল চুরির চেষ্টা করেছে।
ভবিষ্যতে চুরি-ডাকাতির উদ্দেশ্যে যে কারো বাড়ি ঘরে হামলা চালাতে পারে চোর-ডাকাতের দল।এখনই চোরদের দমন করা না হলে ভবিষ্যতে চুরি-ডাকাতির মাত্রা বেড়ে যাবে।চোরদের কবল থেকে বাঁচতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই এলাকার লোকজন।