লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মোঃ আলাউদ্দিন আলম ওরপে সুমন।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় রোববার (২৫ জুন) দিবাগত রাতে সহকারী উপ- পরিদর্শক(এ এস আই) নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন আলম কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আরো জানা যায় হবিগঞ্জ বিচারিক আদালত আসামী আলাউদ্দিন কে মাদক আইনে ৬ মাসে সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
দীর্ঘ ২ বছর পলাতক থাকার পর পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার কৃত আসামীকে সোমবার (২৬ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।