নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবলে পিকআপ চাপায় মোহন মিয়া নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র উপজেলার কবিরপুর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।
জানা যায়, বাহুবল কলেজের ছাত্র মোহন মিয়া সকালে মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল।এমন সময় একটি ডিআই পিক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক পিকআপটি আটক করা যায়নি,তবে আটকের ব্যবস্থা চলছে।