স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (১৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।
গতকাল শনিবার দুপুরে তার টমটম চার্জ দিতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।