মোঃ আবদুল হক রেনু / মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। টুং টাং শব্দেই বলে দিচ্ছে ঈদের ছোঁয়া লেগেছে শায়েস্তাগঞ্জের কামার পট্রিতে। এখন দিন রাত চলছে চাপাতি, দা,বটি,ছুরি তৈরি সহ শানের কাজ। এখন নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটছে তাদের।
সরেজমিনে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, প্রত্যন্ত জন পদের কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। লাল আগুনের লোহায় কামারদের হাতুরির পিটা পিটিতে মুখর হয়ে উঠেছে হাট বাজারের কামারের দোকানগুলো। টুংটাং শব্দটি যেন তাদের জন্য এখন এক প্রকার ছন্দ বলা যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন দোকান থেকে লোহা কিনে সে গুলো আগুনে পুড়িয়ে চাপাতি,দা,বটি,চাকুসহ বিভিন্ন জিনিষ পত্র তৈরি করছেন কামার শিল্পীরা।
বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পীদের দুর্দিন চললেও কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠে তাদের এই হস্ত শিল্প।
শায়েস্তাগঞ্জ পুরান বাজারের কামার শিল্পী বকুল দেব(৭৫) বলেন,সারা বছর এই কোরবানি ঈদের জন্য অপেক্ষায় থাকেন। ওই সময়টাতে যারা কোরবানির পশু জবাই করে থাকেন, তারা প্রত্যেকেই চাপাতি,দা,ছুরি,বটি তৈরি করেন। বছরের অন্যান্য সময়ের চেয়ে ওই সময়টিতে কাজ বেশি হওয়ার ফলে তাদের আয়ও বেশি হয়।
তিনি আরো জানান,এখন কয়লা ও লোহার দাম বেশি থাকার কারণে মুজুরি ও তাদেরকে অন্য সময়ের চেয়ে একটু বেশি নিতে হচ্ছে।ইতি মধ্যে তিনি বেশ কিছু পরিচিত গ্রাহকের দা,বটি,চাপাতি,ছুরি বানানোর অডার্র পেয়েছেন। এর সাথে নতুন বটি ,দা,ছুরি ও তৈরি করছেন। দুই তিন দিনের মধ্যে গ্রাহক সমাগম আরো বেড়ে যাবে বলেও জানান তিনি।
কামার শিল্পী ক্ষিপাসিন্ধু দেব জানান. এমন এক সময় ছিল তখন তাদের বেশ কদর ছিল। কিন্তু বর্তমানে তা আর এখন নেই। তাই সারা বছরে তেমন কোন কাজ থাকেনা। তবে ধান কাটার মৌসুমে ও কোরবানির ঈদ এলে তাদের কাজের চাহিদা অনেক বেড়ে যায়।ওই সময়ে তাদের দৈনিক ১হাজার টাকা দেড় হাজার পর্যন্ত আয় হয়।
তিনি আরো জানান, বাপ দাদার আমলের ঐতিহ্য ধরে রাখতেই মূলত কিছু কামার শিল্পীরা এখনো ওই পেশায় জড়িয়ে রয়েছেন।
এ ছাড়া পরিশ্রমের তুলনায় ওই পেশায় আয় ও সম্মান উভয়ই কম, তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্যান্য পেশায় জড়িয়ে পড়েছেন।