মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর সদরে পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশা আরোহী রফিকুল ইসলাম (৭০) নিহত হয়েছেন।
তিনি উপজেলার মীরনগর গ্রামের দুর্জধন দাসের ছেলে।শুক্রবার রাত ৭টায় এঘটনা ঘটে।
মীরনগর গ্রাম থেকে একটি বেটারী চালিত অটোরিকশা যোগে পরিবারের আরো তিন জনসহ মাধবপুর উপজেলা সদরে আসার পথে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে ছিটকে পড়ে অটোরিকশা আরোহী ৪জন আহত হন, পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম কে মৃত ঘোষণা করেন, অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে ।