আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন ) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান,আরো উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি আইয়ুব খান, আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবিরসহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও জনপ্রতি বারো (১২) হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।