মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৯ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭শ ১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক পৌর পরিষদ সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৬শ টাকা।
বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ১শ ১১ টাকা। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ১ শ ১১ টাকা ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৯৬ লাখ টাকা।
বাজেট সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোবারক উল্লাহ, পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রধান নিবার্হী প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, কাউন্সিলর আব্দুল হাকিম, কাউন্সিলর সামসুল ইসলাম পাঠান পিন্টু প্রমুখ।