মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগের
নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুছ চকদার মাখনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এক শোক বার্তায় বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার সকাল ১১টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য যে, আব্দুল কুদ্দুছ চকদার মাখন সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক ‘বারডেম’ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদার বাড়ী নিবাসী, প্রবীণ আওয়ামীলীগ নেতা ছিলেন।