বাহার উদ্দিন :
লাখাইয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-/২০২৩-২০২৪ মৌসুমে আমন ধানের আবাদ ( উফসী) ও উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান।
আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান নোমান সারোয়ার জনি।
অনুষ্ঠানে উপজেলার ৪ টি ইউনিয়ন এর ৪ শত কৃষকের মাঝে বিনামূল্যে প্রতি জনকে ৫ কেজি করে ৮৭ জাতের উফসী ধানবীজ,১০ কেজি ডিএপি,১০ কেজি এম,ও,পি রাসায়নিক সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের ও কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। ফলে উতপাদন বৃদ্ধি পেয়ে আমরা এখন উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন। সার এর দাম কমিয়ে এনেছে।
একসময়ে যে টিএসপি ও ডিএপি সার ৭৫-৮০ টাকায় বিক্রি করা হতো তার দাম কমিয়ে এনেছে। কৃষি বান্ধব সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।