আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় মদ সিগ্রামস রয়্যাল স্ট্যাগ হুইস্কি সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় রয়্যাল স্ট্যাগ হুইস্কি পাওয়া যায়।
আটককৃত যুবক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র মো: মিছির আলী ওরফে বিশাল (২৫)। সোমবার (১৯ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ১৯ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদারের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের চন্দনা আসামপাড়া গামী পাকা রাস্তায় কুতুব আলীর সমিলের সামনে মোটরসাইকেল সহ মিছির আলীকে আটক করেন।
এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী একজন পালিয়ে যায়।
এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান,গোপন সংবাদে জানতে পারি চুনারুঘাট উপজেলার আসমপাড়া সীমান্ত এলাকা থেকে মিছির আলী সহ দুইজনলোক একটি মোটরসাইকেল যোগে ভারতীয় মদ নিয়ে চুনারুঘাট বাজারের দিকে আসতেছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়েছে। তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে