নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনালে ব্রাহ্মণডোরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন একাদশ।
শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জালাল উদ্দিন মোহন, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো কামাল আহমেদ, আব্দুল মালেক, যুগ্ম-সম্পাদক জামাল আহমেদ অনিক।
উভয় দলই মুহমুহ আক্রমন করে কিন্তু ৯০ মিনিট শেষে গোলে শুন্য ড্র হয়।
ট্রাইব্রেকার শর্টে খেলার ফলাফল নির্ধারন করা হয়।
ট্রাইব্রেকারেও শায়েস্তাগঞ্জ পৌরসভা ৪-৪ গোলে ড্র হয় । ফলে আবারও একটি করে ট্রাইব্রেকার দেয়া হয়। এতে শায়েস্তাগঞ্জ পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়।
টূর্নামেন্টে সর্বচ্চো গোলদাতা নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ পৌরসভা একাদশের নোমান। সেরা গোলকিপার নির্বাচিত হন ব্রাহ্মণডোরা ইউনিয়ন একাদশের আফজাল।
টূর্নামেন্ট শায়েস্তাগঞ্জ পৌরসভা, নুরপুর ইউনিয়ন, ব্রাহ্মণডোরা ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন অংশ নিয়েছিল।
ফাইনাল খেলা দেখতে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রচুর দর্শক উপস্থিত হন।