আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে অসাবধানবশত পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তির নাম আলী আকবর (৬৫)। তিনি বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা গ্রামের মৃত আলী মামদের পুত্র।
বৃহস্পতিবার(১৫ জুন)সকাল ৭টায় বসতবাড়ীর পাশ্ববর্তী বাগান বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান,নিহত আলী আকবর দীর্ঘদিন প্রবাসে থেকে বাড়িতে অবসর জীবনযাপন করছিলেন।
৩ ছেলে ও ৩ মেয়ের জনক আলী আকবর প্রতিদিনের ন্যায় বাড়ির পাশ্ববর্তী বাগান বাড়িতে ফজর নামাজের পর গাছের পরিচর্যা করতে যান।
রাতের বেলা ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পরে থাকার বিষয়টি না জানার কারণে তিনি ওই পড়ে থাকা ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় নিহতের তিন পুত্র প্রবাসে থাকায় লাশ ময়নাতদন্ত শেষে হিমাঘারে রাখা হয়েছে।নিহতের পুত্ররা এসে লাশ দাফন করবেন।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মর্মান্তিক। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।