এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন)বিকালে উপজেলা ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী চলমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ( অনূর্ধ্ব ১৭)অনুষ্ঠিত হচ্ছে।ক্রিড়া উন্নয়নের মাত্রাযুক্ত ও মাদক মুক্ত সমাজ বিনির্মানে দেশব্যাপী স্থানীয় ইউনিয়ন পর্যায়ে উক্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলায় আজ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ( অনূর্ধ্ব ১৭)উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,খেলোয়াড় সংস্থার নেতৃবৃন্দ সহ গণমাধ্যমে কর্মীগণ।