আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
১৪ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজাহার মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর আলম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর সহ প্রমূখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ১১০০ জন কৃষকের মধ্যে বিঘাপ্রতি বিনামূল্যে পাঁচ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।