আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় ধূমপান ও তামাকজাতদ্রব্যের কুফল সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা আবুল হাসনাত, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।