আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬৩ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৩জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ এলাকার আব্দুল হাসিমের পুত্র জাহাঙ্গীর মিয়া (৩৫), পশ্চিম ডুলনার ফজলু মিয়ার ছেলে সজিব মিয়া( ২৫)।
এর আগে সোমবার দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক ও পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা সহ একদল পুলিশ দক্ষিণ দেওরগাছ জনৈক জাহাঙ্গীর মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় এসআই অজিত কুমার তালুকদার সহ একদল পুলিশ অভিযান চালিয়ে সজিব মিয়া (২৫) নামে আরেক গাঁজা কারবারিকে ১০ কেজি গাঁজা সহ আটক করেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় দায়ের হয়েছে ।