চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলার রাণীগাঁও বাজারে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর রাণীগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র কাউছার মিয়া (৩৮), মৃত নুর হোসেনের পুত্র মো: ফারুক মিয়া(৩৮), আব্দুল হামিদের পুত্র মো: বিল্লাল মিয়া(২৮), জিবধর ছড়া গ্রামের মৃত নজির আলীর পুত্র লিয়াকত আলী(৫০), পারকুল গ্রামের মৃত আলী হোসেনের পুত্র তৌফিক আহমেদ(৪৪) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর রাণীগাঁও বাজারের কমার্স ব্যাংক এলাকায় চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এর নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ ও এসআই ছদরুল আমিনসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় জুয়ার সরঞ্জামসহ নগদ ২০ হাজার টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।