নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার দিবাগত রাতে মাদক ব্যবসায়ী সামাদুল হক ইমন (২৫)কে গ্রেফতার করেছে। ধৃত ইমন পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।
এ সময় তার হেফাজত হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, উক্ত সামাদুল হক ইমনকে পুলিশ ইতিপূর্বে ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করলে সে জামিনে আসে। জামিনে এসে আরও বেপরোয়া হয়ে উঠে ইমন। পরিবারের লোকজন পর্যন্ত তার কাছে নিরাপদ নয়। বুধবার রাতে গোপন সুত্রের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ -বানিয়াচং সড়কের পিরোজপুর এলাকার অলিউর রহমানের বাগান বাড়ির সামনে রাস্তা থেকে তাকে আটক করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।