এম সাজিদুর রহমান :
হবিগঞ্জের বাহুবলে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা সভা কক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তথ্য অধিকার বিষয়ে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ হেলাল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর। এছাড়া সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ৯ টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ হেলাল আহমেদ।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ , বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দর রব শাহিন, মিরপুর আলিফ সোবহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল উদ্দিন ইমন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তালিব মোতালিব প্রমুখ।