স্টাফ রিপোর্টার :
তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা শায়েস্তাগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশাসন) ড. মো.আ.হাকিম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া ।
এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ।
এর ধারা উপধারায় উচ্চারিত প্রতিটি বাক্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিবেদিত।
তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হচ্ছে- জনগণ ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য পূর্ণ স্থাপন।
কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।