শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
তীব্র তাপদাহে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া আইডিয়াল একাডেমি হাই স্কুলের অন্তত ১০ জন শিক্ষার্থী ও পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী পপুলার কেজি এন্ড হাই স্কুলের দুইজন মহিলা শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।বুধবার (৩১ মে) দুপুর ১২ টা ও বিকাল ৩টায় ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
চাটপাড়া আইডিয়াল একাডেমি স্কুলের সহকারী শিক্ষক তায়েফ বখত চৌধুরী বলেন,বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার একপর্যায়ে বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে বিভিন্ন শ্রেণীকক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী মাথা ঘুরে মাটিতে পড়ে যায়।এর মধ্যে দুইজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে স্কুল কর্তৃপক্ষ ও তাদের পরিবারের অভিভাবকরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে চিকিৎসা দেয়ার পর তাদের অবস্থা স্বাভাবিক হলে অভিভাবকরা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যান।এ ঘটনায় গোটা স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অভিভাবকদের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক।
এদিকে পপুলার কেজি এন্ড হাই স্কুলের পরিচালক আলী আহমেদ বাচ্চু বলেন,বিকাল ৩ টার দিকে ওই স্কুলের দুই শিক্ষিকা মাথা ঘুরে পড়ে গেলে স্কুলের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদের মাথায় পানি দেয়া হয়।পরে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক হলে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম আর বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার মোজাম্মেল হোসেন বলেন অতিরিক্ত গরমের কারণেই এ ঘটনা ঘটেছে।