নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৭ হাজার দুই’শ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই ছাইদুর রহমানসহ একদল পুলিশ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারেন কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মছব্বির মিয়ার ছেলে সোহেল মিয়ার বসত ঘরে টাকার বিনিময়ে একদল জুয়ারি জুয়া খেলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়া খেলারত অবস্থায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের রাহেল মিয়া (৩২), সদরাবাদ গ্রামের জসিম উদ্দিন (৩৮), জুবেল মিয়া (২৭), ফিরোজ আলী (৩২), আইনপুর গ্রামের আব্দুল হক (৩৪), দক্ষিন তাজপুর গ্রামের মারুফ আহমদ (৩২) ও পিটুয়া গ্রামের আব্দুল হক (২৬) নামের ৭ জুয়ারিকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে এস.আই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।