মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদপুর এলাকায় ফসলি জমির মাটি কাটার অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব ।
তিনি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সর্তক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব আরো জানান, ফসলি জমির টপসয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। টপসয়েল কাটা রোধে প্রতিদিনেই বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।