স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা শিশুপার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় প্রধান অতিথি হিসেবে এই পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, সরকার তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে। তবে তরুণ-তরুণীরা যেন ভাল কাজে প্রযুক্তির ব্যবহার করে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। অপ্রয়োজনীয় কাজে মুঠোফোনে স্ক্রীনে সার্বক্ষণিক চোখ রাখা থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে এই পার্ক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে এক একর জায়গার উপরে শিশুপার্কটির প্রারম্ভিক ব্যয় ৮০ লাখ টাকা ধরা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।