বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাইয়ে ব্র্যাসের উদ্যোগে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে।সোমবার (২৯ মে) সকাল ১০ টায় লাখাই উপজেলার বামৈ বড় বাজার চৌরাস্তায় সেবামূলক সংগঠন ব্র্যাস এর আয়োজনে এক পথ সভার আয়োজন করে।
ব্র্যাসের লাখাই উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাসের নির্বাহী পরিচালক এস এম মোজাহিদের সঞ্চালনা সভা “তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিবাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই রিপোর্টাস ইউনিটির সিনিয়র সভাপতি এম এ ওয়াহেদ, জুনাইদ আহমেদ চৌধুরী,বীর মুক্তি যোদ্ধা গাজী শাজাহান চিশতি, সংগঠনের হাসনা আক্তার, ও জোসনা আক্তার প্রমুখ।