মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে যাত্রীবাহী বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার সকালে সাড়ে ৬টা দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতাস হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিরাজুল ইসলাম ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাছিরনগর উপজেলা মুড়াপুর গ্রামে মৃত মস্তু মিয়া ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।