স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে রবিবার উপজেলা প্রশাসনের হলরুমে বেলা ১১ টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, সহকারি কমিশনার ভূমি নাহিদ ভূইয়া।
বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,ওসি নাজমুল হক কামাল,
প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাংবাদিক জালাল উদ্দীন রুমি।
প্রধান অতিথি বলেন, ‘জুলিও কুরি’’ শান্তি পদক তাদেরই দেয়া হয় যারা বিশ্ব শান্তি জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন।
১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্বশান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র প্রস্তাব উপস্থাপন করেন।
পৃথিবীর ১৪০ দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক প্রদান করা হয়।
আলোচনা সভায় রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন