শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে তাসমিয়া চৌধুরী লামিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(২৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার চাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া লামিয়া চাটপাড়া লস্কর বাড়ির বাসিন্দা আদিল বখত চৌধুরী প্রকাশ লিটনের মেয়ে।
লামিয়ার পিতা লিটন বলেন,লামিয়া ওই সময় বাড়ির উঠানে খেলা করছিল।খেলার একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে তার মা বাববার মূর্ছা যাচ্ছেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।