স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে ৫ প্রতিষ্টানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ মে) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিন্হার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মিরপুর বাজারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার এক সাথে রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য যমুনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, খাবারে রং মিশ্রন করার জন্য লোকনাথ সুইট মিটকে ৫ হাজার টাকা এবং বিশ্বজিৎ চা কেন্টিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা না থাকায় মেসার্স সততা বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং আলমগীর পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল থানার এক দল পুলিশ।