মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে ”মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালন” উপলক্ষে সতেচতনতা মূলক স্বাস্থ্য শিক্ষা সেশনের আয়োজন করা হয়।
বুধবার (২৪ মে) জেলার রাজনগর উপজেলার কামাকচাক ইউনিয়নে শান্তিকুল উচ্চ বিদ্যালয়ে ইউএসএআইডি “সুখী জীবন” প্রকল্পের আওতায় শতাধিক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্টিত হয়।
এসময় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ,বাল্যবিবাহের কুফল, পরিবার পরিকল্পনা পদ্ধতির সুফল, সেবা কেন্দ্র পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেন। তাছাড়া স্কুলগামী ছাত্র/ ছাত্রীদের ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, মাসিক ব্যস্থাপনা, মাসিকের সময় স্যানিটারী প্যাড ব্যবহারের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ প্রচার ও প্রচারণার অংশহিসেবে মাল্টিমিডিয়ার মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ত ভিডিও প্রচার করা হয়।
পরে অংশগ্রহনকারীদের নিকট থেকে মতামত গ্রহণ করা হয়। অনুষ্টানে মেয়েদের মাসিকের সময় পরিস্কার পরিচ্ছন্নতা সচেতনার অংশ হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগ কতৃক প্রদেয় স্যানিটারী প্যাড বিতরণ করা হয়।
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার সবুজ পাল, পরিবার পরিকল্পনা পরির্দশক রাজীব চন্দ্র, মোঃ ফয়সাল আহমেদ,
প্রকল্প সমন্বয়কারী সুখী-জীবন প্রকল্প পিএইচডি রেজাউল করিম ভুইঁয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রজেস্টনিষ্ট মোঃ হান্নানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।