এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রক্তাক্ত বানর উদ্ধার করে বিপাকে পরেছেন পরিবেশ কর্মী রবি কস্তা।
রবিবার (২১ শে মে)বিকালে গণমাধ্যমে ছবিসহ বিষয়টি পোস্ট করেন উক্ত পরিবেশ কর্মী রবি কস্তা।
উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের হাতিমারা চা বাগান থেকে রক্তাক্ত বানর টি উদ্ধার করেছেন বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বানটির প্রাথমিক চিকিৎসা সেবা শেষে হস্তান্তর করার চেষ্টায় প্রথমে সিলেট বন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে,সেখান থেকে হবিগঞ্জ রেঞ্জ অফিসারের সাথে যোগাযোগ করেন পরিবেশ কর্মী রবি কস্তা।
হবিগঞ্জ বন কর্মকর্তা তোফায়েলের সাথে যোগাযোগ করলে শ্রীমঙ্গল যোগাযোগ করার পরামর্শ দেন।দুপুর থেকে শ্রীমঙ্গল যোগাযোগ করলেও শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার নাম্বার নিউজ লেখা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
এ বিষয় পরিবেশ কর্মী রবি কস্তা জানান,এক দপ্তর আরেক দপ্তরের ঠেলাঠেলি তে তিনি রক্তাক্ত বানর নিয়ে বিপাকে পরেছেন।মৃতপ্রায় বানরটি এখনো রবি কস্তার অধীনে আছে।